মূলত এখানে আমি আমার পরিবারের সদস্যদের নাম, আমি কোন স্কুলে পড়ি, কোন শ্রেণীতে? আমার শহরের বা গ্রামের নাম কি এবং আমার দেশের নাম কি?
এগুলো আবার রিভিশন দিব।
আমাদেরকে স্কুল ছুটির দিনে ঐশি ও ওমর যা করছে সে গল্পটি রিডিং পড়তে হবে। এরপর এই পাঠ থেকে সংক্ষিপ্ত উত্তর, ছবি মিলিয়ে দেখা, যুক্তবর্ণ এবং খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য তৈরি করা শিখতে হবে।